আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
নানা জাতের ফলের চাষে আগ্রহ সৃষ্টি ও উৎপাদন মুখী করতে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের ভবনে ছাদে দৃষ্টি নন্দন ছাদবাগান করা হয়েছে।
অফিসের কর্মব্যস্ততার ফাঁকে বাহারি নানা ফলের চারাগাছ পুরো ছাদে এখন বিভিন্ন প্রজাতির গাছগুলোতে ফুল- ফল দেখা যাচ্ছে। কৃষি অফিসে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে আসা কৃষক, ছাগবাগানী ও বৃক্ষ প্রেমিক মানুষ গুলো এ ছাদ বাগান ঘুরে দেখে উৎসাহিত হচ্ছেন। এ ছাদবাগানে দেশী-বিদেশী জাতের ফলের কাটিং চারাগাছ শোভাবর্ধন হরেক রকমের ফলের চারাগাছের মধ্যে আম জাতের নাম- ব্যানানা ম্যাংগো, গৌড়মতি, আম্রপালি, অ্যাপেল ম্যাংগো, সূর্যডিম, কাটিমন, বারিআম-৪, রেডপালমার, কিউজাই। লেবুর জাতের নাম- চায়নালেবু (সীডলেস), বাতাবীলেবু, থাইলেবু। কূল জাতের নাম- বলসুন্দরী, ভরতসুন্দরী। সফেদাজাতের নাম- থাই সফেদা। পেয়ারা জাতের নাম- গোল্ডেন- ৮, গোল্ডেন -৯। রাম্বুটান, জামরুল- থাইজামরুল, জলপাই -(দেশী বারোমাসি) তেঁতুল -মিষ্টি তেঁতুল, বেদনা- থাইবেদনা, ত্বীণফল, করমচা, আপেল -সবুজ আপেল, আমড়া- বারোমাসি আমড়া সহ অন্যান্য ফলের চারাগাছগুলো সঠিক ভাবে পরিচর্যা করায় বেড়ে উঠে কতকগাছগুলোতে ইতিমধ্যে ফুল - ফল ধরেছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত বলেন, কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হলো ছাদ বাগান। এখন অনেকের বাড়িতে বিল্ডিং করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী ঘোষণা প্রতি ইঞ্চি জায়গা চাষ বা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সকলকে উৎসাহিত সুফল ভোগ করার জন্য এই ছাদবাগান গড়ে তোলা হয়েছে।
উৎসাহ পেয়ে অনেকে ছাদ বাগান করার আগ্রহ করছেন।