প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ১২:৪৫ পি.এম
সিরাজগঞ্জে সাবেক স্কুলশিক্ষককে মারধর, চাঁদাবাজী ও বালু দখলের অভিযোগে এক বিএনপি নেতাকে অব্যাহতি
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখকে মারধর, গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন প্রতিষ্ঠানে দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজী ও বালু দখল করার অভিযোগে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক পদ থেকে আব্দুল লতিফ সরকারকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। গত ২৪ আগষ্ট-২০২৪ খ্রিঃ আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। পরবর্তীতে আপনি নোটিশের জবাব দিয়েছেন। কিন্তু নোটিশের জবাব সন্তােষজনক না হওয়ায় আপনাকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হইল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ-নির্দেশ বলবৎ থাকবে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর-২০২৪ খ্রিঃ সিরাজগঞ্জ জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এর স্বাক্ষরিত একটি পত্রে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারের নামে করা হয়। অভিযোগকারী সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম কে বেধরক মারপিট, বালুমহালে চাঁদাবাজী সংক্রান্ত অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। এছাড়াও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী,সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সলঙ্গা থানায়। বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সলঙ্গা থানা মামলা নং-১৩,তারিখ ০৯.০৯.২০২৪ খ্রিঃ।
মামলা সূত্রে জানা যায় যে, সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী ও গভর্নিং বডির বিতর্কিত দাতা সদস্য আব্দুল লতিফ সরকার বেপারী কলেজের বিভিন্ন অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত থাকায় বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখ ও কলেজের ৩১ জন সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ ফুলজোড় ডিগ্রি কলেজের শিক্ষকগণ গত ২৭ আগষ্ট-২০২৪ খ্রিঃ জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের আলোকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ'র শাহেদ আলী শেখ এর বিভিন্ন অনিয়ম, দূর্নীতি তদন্ত করার জন্য রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাফিজুর রহমানকে তদন্ত করার নির্দেশ দেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আদেশ প্রাপ্ত হয়ে রায়গঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তদন্ত করার চিঠির মাধ্যমে (৪সেপ্টেম্বর-২০২৪ খ্রিঃ) তারিখে তদন্তের /শুনানির দিন ধার্য করোন। শুনানি ৪ সেপ্টেম্বর কলেজে সকাল ১১ টায় শুরু করা হয়। শুনানি শুরু হওয়ার সাথে সাথে মূল অভিযোগকারি বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখ তদন্ত বোর্ডে যাওয়ার সময়ে রুমের দরজা সামনে কলেজে অধ্যক্ষ শাহেদ আলী সেখ এবং তার সন্ত্রাসী বাহিনী নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান সরকারের পুত্র আব্দুল লতিফ সরকার( ৫৫), আল-আমীন ওরফে নানু বেপারি (৪৮) লতিফ সরকারের পুত্র রেজাউয়ানুল ইসলাম ফয়সাল (২৫), আল-আমিন ওরফে নানু বেপারির পুত্র আকাশ (২১),তুলা আবুল কালাম এর পুত্র আলমগীর (৩৪) সহ অজ্ঞাত ১০-১৫ জনের মত দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে মূল অভিযোগকারীকে হামলা করে বেধরক মারপিট করে। হামলা ও মারপিটের শিকার সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখ তাকে মারপিট করে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে ফেলে দেয় হামলাকারী সন্ত্রাসীরা। পরে স্থানীয় রা সাবেক শিক্ষক নুরুল আলম শেখকে মারাত্মক অবস্থায় উদ্ধার করে গাড়ি যোগে নিয়ে এসে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে চিকিৎসারা উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এখন তিনি ভর্তি রয়েছেন। মামলাটি তদন্ত ধীন রয়েছে। গুরুত্বতর ভাবে আহত চিকিৎসাধীন সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম শেখ এর পরিবার পক্ষ থেকে সন্ত্রাসী চাঁদাবাজকারী, দূর্নীতিবাজ আব্দুল লতিফ সরকার সহ তার গংদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.