আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’র বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগিতায়,
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক হল রুমে উক্ত প্রশিক্ষণে – সিরাজগঞ্জ সরকারি কলেজের এবং অন্যান্য কলেজের ৩০ জন শিক্ষক -শিক্ষিকা অংশ গ্রহণ করে।
এ প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম এবং প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, সিরাজগঞ্জ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদ।
এ সময় প্রশিক্ষণ সঞ্চালনা করেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা (অ. দা.) মোরসালীন জেবীন তুরিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।
এর আগে বুধবার দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক হলরুমে আরেকটি ব্যাচে আরও ৩০ জন শিক্ষক- শিক্ষিকা নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।