আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশের একটি হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণ করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে,
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হলরুমে উক্ত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলায় বহুগুনীজন, ক্ষণজন্মা পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিদের জন্মভূমি, সুনামখ্যাত ব্যবসায়ী সহ গর্বিত সন্তানদের জন্ম সিরাজগঞ্জ। বহু ইতিহাস রয়েছে এজেলায়। তৎকালীন সময়ে ব্যবসা-বাণিজ্য নগরী হিসেবে খ্যাত । এ জেলায় বর্তমানে প্রায় ৩৫ লাখ লোকের বসবাস।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় সকল জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো যমুনা সেতু ও যমুনা রেলসেতু রয়েছে। গড়ে উঠেছে
ইকোনমিক জোন সহ শিল্পপার্ক, তাঁত শিল্প সমৃদ্ধ, মিল্কভিটা, দই শিল্প সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সুন্দর পরিবেশ রয়েছে। লাখো লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
দেশের মধ্যেবর্তী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাজার বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতাল নির্মান করা হলে ভালো হবে। এ জেলা বাসীর এখন প্রাণের দাবি। হাজার শয্যা বিশিষ্ট চীন- বাংলাদেশ হাসপাতাল স্থাপন করবেন বলে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না সহ গণ্যমান্যব্যক্তিবর্গরা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।