প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১:১৪ পি.এম
সিরাজগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। এ জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সহযোগিতায়,
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ শামছুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কমিশন মোঃ মনিরুল ইসলাম, রোকনুজ্জামান মন্ডল, সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মী মোঃ আবুল হাসেম,
শহর সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দিন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, ইউডিপির আবু জাফর খান টিপু, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ প্রমুখ। অনুষ্ঠান পরিশেষে নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১০ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট প্রদান, ৩০ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করার পর হুইলচেয়ার-৫ টি, ওয়াকার-২ টি,টয়লেট চেয়ার-১টি প্রতিবন্ধীদের দেওয়া হয়। এসময়ে বিভিন্ন এনজিওর কর্মকর্তা, প্রতিবন্ধী এবং তাদের অভিভাবক, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.