প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ২:১৭ পি.এম
সিরাজগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি প্রদর্শন শেষে আলোচনা সভা করা হয়।
সমবায় বিভাগ, সিরাজগঞ্জ এবং সদর উপজেলার সমবায়ীবৃন্দের আয়োজনে,
শনিবার (২নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনেে র্যালি প্রদর্শন ও সড়ক প্রদক্ষিণ করে এসে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজওয়ানা ইসলাম জেমী।
এ সময়ে উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম সেখ, সদস্যা সাবিনা ইয়াসমিন, উদীয়মান কৃষি সমবায় সমিতি'র সাধারণ সম্পাদক খুরশিদ আলম খান অন্যান্য নেতা, সদস্য /সদস্যগন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.