আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলা পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনে সম্মেলন কক্ষে এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রতিষ্ঠা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে।
সকল নাগরিককে সৎ হতে হবে। সাধারণ নাগরিকদের উপর যেন কোন হামলা না হয় সেজন্য প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় - এনডিপির আয়োজনে - ত্রৈমাসিক মাসিকসভায় - বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জিনাত জাহান, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান , এস. এম মনিরুল ইসলাম, এম.এস. এফ প্রকল্প সমন্বয়কারী টিপু সুলতান, জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখা'র চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা প্রমুখ।
ত্রৈমাসিক সভায় মানবাধিকার কার্যক্রমের উপর মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, এনডিপি'র উপ-পরিচালক (এম এন্ডই) কাজী মাসুদুজ্জামান।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি'র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ , পরিবর্তনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, নারী ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হুসনে আরা লাভলী, মল্লিকা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শিরীন ফেরদৌসী, এইচ আরডি সদস্য রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক ও উৎপল কুমার সরকার ।
এসময়ে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা'র নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, এমডিওর নির্বাহী পরিচালক মোঃ মাসউদ আহমেদ রোকনী, মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় রায়গঞ্জের মানসিক ভারসাম্যহীন উজ্জ্বল কুমার সরকারের নিকট থেকে মাদ্রাসা শিক্ষক সুদব্যবসায়ী মোঃ ফেরদৌস আলম তালুকদার প্রতারণার মাধ্যমে কৌশলে প্রায় ৩ কোটি টাকার মূল্যে জমি লিখে নেওয়ায় মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার বিষয় নিয়ে ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।