
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ঈদুল ফিতর-২০২৫ খ্রিঃ উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জের বিশেষ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, ফিটনেস বিহীন যান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৩এপ্রিল-২০২৫ খ্রিঃ) দিনব্যাপী
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন হতে কড্ডামোড় পর্যন্ত এবং যমুনাসেতু পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারনেটচেঞ্জ পর্যন্ত মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট বিহীন না করা অবস্থায় গাড়ি হাইওয়ে রাস্তায় চলাচল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬ টি মামলায় ভিন্ন ৬ জন অপরাধীকে ৩০’হাজার টাকা জরিমানা করেছে । এছাড়াও সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার গাড়ি হাইওয়ে রাস্তায় চলাচল না করতে পারে সতর্ক করা হয়। সড়কে নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে জেলা প্রশাসন ও বিআরটি এ বদ্ধপরিকর।