আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব মোঃ আজাদ হোসেনকে উল্লাপাড়া পৌর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সন্ত্রাসী কর্তৃক হামলা ও মারপিট করে মাথায় মারাত্নভাবে আঘাত করে রক্তাক্ত করা হয় এবং শাহজাদপুর উপজেলার যুবদল কর্মী আজমির হোসেন বিপুল সরকারকে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
রবিবার ( ২০ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে এলাকায় জেলা বিএনপির আয়োজনে, প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুন অর রশীদ খান হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ আজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্য উল্লাপাড়া পৌর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ জড়িত অন্য সন্ত্রাসীরা হামলা করে মারাত্মক ভাবে মারপিট করে রক্তাক্ত করা হয়েছে। এজন্য সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
তিনি আরও বলেন, বিএনপিকে আপনারা কি মনে করেন আমাদের উদারতা কে কেউ দূর্বল ভাবছেন তাহলে ভূল করবেন। বিএনপি হলো দেশের বৃহৎ দল, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্র পতি জিয়াউর রহমান তার সহধর্মিণী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল মা, মাটি, মানুষের দল । আমি জামায়াতে ইসলামী ভাইদেরকে বলতে চাই আপনারা প্রতারণা করবেন না এটা দেশের মানুষ জেনেছে, আপনাদের নেতা প্রতিষ্ঠাতা মওদুূদের ফাঁসি কেন হয়েছিলো। আপনারদের দলের জন্ম হয়েছিলো কোন দেশে? এটা জনগণ জানে। আপনাদের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে গেছে। শোনেন বিএনপি গণতন্ত্রের দল । বিএনপি ভোট রয়েছে ৪০ পার্সেন্ট। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে কেউ কেউ জামাতকে সহযোগিতা করতে চান তাহলে আপনাদের মুখোশ খুঁলে দেওয়া হবে। সহ্য করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীতে জনগণের ভোট নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতা যাবে ইনশাল্লাহ।
২৪-এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী নিকৃষ্টতর স্বৈরশাসক খুনি শেখ হাসিনার পতন আন্দোলনে আমাদের দলের অনেক নেতাকর্মীরা মৃত্যু বরণ করেছে।
এসময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, ভিপি অমর কৃষ্ণ দাস,সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান , যুগ্ন- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ। এসময়ে বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন,জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এবং জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।