আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌরসভার পাঁচ শতাধিক নাগরিক ভাই-বোনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে,
বুধবার উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক আব্দুল লতিফ সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত ইসলামী’র মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী জননেতা মাওলানা শাহীনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী জননেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময়ে সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি যথাক্রমে অধ্যাপক জুবায়ের হোসেন ও মোঃ হাফিজুল ইসলাম কর্মপরিষদ সদস্য অ্যাডঃ আবু তালেব আকন্দ, অ্যাডঃ ছদরুল ইসলাম, মাওলানা আলী আজগর, মোঃ আব্দুল মান্নান সেখ, আশরাফুল আলম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।