আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে-
সোমবার (৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন স্বাগত বক্তব্যে রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোঃ হাবিবুল্লা, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম নাছিম রেজা নুর দিপু, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা , বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ।
এ সময় বক্তাগণ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান – ১২ অক্টোবর হতে ২ নভেম্বর -২০২৩ সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ , ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।
এজন্য আমাদের যমুনা নদী হতে যেন কেউ জাল দিয়ে ইলিশ মাছ শিকার না করতে পারে এবং মজুদ বা ক্রয়-বিক্রয় না সবাইকে সচেতন হয়ে কাজ করার আহবান করেন।
এসময়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ, সদস্যরা
ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।