প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১২:৫৬ পি.এম
সিরাজগঞ্জ সদর উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা দোয়া ও মোনাজাত ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা'র উদ্যোগে আলোচনা দোয়া ও মোনাজাত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ রমজান শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড়স্থ ডব্লিউ এফ রেষ্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম,
সিরাজগঞ্জ জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আতাউর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা নায়েবে আমীর মোঃ আনােয়ারুল ইসলাম,
সদর উপজেলা বিএনপি সভাপতি সরকার মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃভোতেট নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির শহর শাখা সভাপতি শামীম রেজা প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান যাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য যাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলামী মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ইফতার করা হয় । এ অনুষ্ঠানে প্রায় ২' শতাধিক জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রশিবির নেতা কর্মীরা সুধীজন, গুণীজন, সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.