আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা’র সহযোগীতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবির এর আয়োজনে “নববর্ষ প্রকাশনা উৎসব”-২০২৫খ্রিঃএর শুভ উদ্বোধন করা হয় । দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন , সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে “শহিদ শিহাব স্টল” নববর্ষ প্রকাশনী উৎসবের উদ্বোধন কালে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ-উস-সাঈদ সহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, জেলা জামায়াত ইসলামীর অফিস সম্পাদক ও দারুল ইসলাম একাডেমি’র অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন,
শহর জামায়াত ইসলামী’র সহকারী সেক্রেটারী মোঃ হাফিজুল ইসলাম, শিবির শহর শাখার দপ্তর সম্পাদক নাজমুল হাসান, স্কুল, কলেজ ও সাহিত্য সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এ প্রকাশনা উৎসবের সার্বিক দায়িত্ব পালন করে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সহ অন্যান্যরা এ ‘নববর্ষ প্রকাশনা উৎসব” শহিদ শিহাব স্টল ও “রিডিং জোনে” ছাত্রশিবির বই, অন্যান্য বই ক্রয় করা সহ পড়তে দেখা যায়।
এ ‘নববর্ষ প্রকাশনা উৎসব” এর অতিথিগণ বলেন, আগে কখনো সিরাজগঞ্জ সরকারি কলেজে এমন ক্রিয়েটিভ আয়োজন চোখে পড়েনি। অন্যান্য বই মেলায় গিয়েছি কিন্তু শিবিরের এ আয়োজনটি ভিন্ন । এখানে স্টলের বইসহ অন্যান্য প্রকাশনীগুলো খুবই মানসম্মত মনে হয়েছে। ছাত্রশিবিরের এমন কাজ প্রশংসনীয়। আশা করবো ভবিষ্যতেও তা চলমান থাকবে।
প্রকাশনা উৎসব আসা শিক্ষার্থীদের অনেকে বলেন, বইগুলো ভালো ও পছন্দের। বইগুলো আমাদের তরুণদের জন্য খুব প্রয়োজন। শিবির এমন প্রোগ্রাম সবসময় চালু রাখুক।
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান বলেন, বিগত যুগের বেশি সময়ে আমাদের এই কলেজে শিবিরের কোন নেতা বা সদস্যদের প্রকাশ্যে কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়নি আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
বছর পর বছর পর্যন্ত ছাত্রশিবিরকে নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য যেসব কাজ করি তা সামনে আনতে দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা যে আয়োজন করছি তাতে শিক্ষার্থীরা বুঝতে পারছে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে। এ নববর্ষ প্রকাশনী উৎসবে ছাত্রশিবির যেসব প্রকাশনী সামগ্রী বের করে যেমন- বিভিন্ন প্রকাশনী ডায়েরি, ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার রাখা হয়েছে । পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য বিভিন্ন বই রাখা হয়েছে।
আমরা বিশ্বাস করি, আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সুন্দর দিক দেখতে পারবে।