লক্ষ্মীপুর জেলা আদালতে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পলাতক অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হাতকড়া নিয়ে পালানোর প্রায় সাড়ে ৮ বছর পর গ্রেপ্তার হোন আতিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে।
এর পূর্বে বুধবার রাতে সদর উপজেলার মান্দারী বাজারে আজাদের বড় ভাইয়ের বাসার খাটের নিচ থেকে আতিকুর রহমান কে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আজাদকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে।
জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি লক্ষ্মীপুর জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে বের হয়ে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
এরপর থেকে আতিকুর রহমান আজাদ প্রায় সাড়ে ৮ বছর পলাতক ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামি আতিকুর রহমান আজাদকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।