প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ৭:৫৪ এ.এম
সোনালী লাইফ ইন্সুরেন্সের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: আজ ২০ আগস্ট ২০২৪ ইং বুধবার সোনালী লাইফ ইনসিওরেন্স কোম্পানিটি শত্রুতামূলক দখল প্রচেষ্টা ,বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর দুর্নীতি, ও আই ডি আর এর চেয়ারম্যান এর পদত্যাগ এর দাবীতে দিল্কুশাস্থ আই ডি আর এর প্রধান কার্যালয়এর সামনে সোনালী লাইফ এর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উপর গত বুধবার অতর্কিত সন্ত্রাসি হামলা চালায় এবং তার আগে মালিবাগ চৌধুরিপারাএ সোনালী লাইফ প্রধান কার্যালয় এর সামনে হামলা চালায় যাতে কোম্পানিটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে গত বুধবার রামপুরা থানায় একটি সাধারন ডাএরি করেয়া হয় (জি ডি নং- ৬৮৬)।
সংশ্লিষ্ট সুত্র জানায় যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারী, সোনালী লাইফের বিরুদ্ধে একের পর এক বেআইনি পদক্ষেপ নিয়েছেন। এসব পদক্ষেপ কোম্পানির কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
জয়নুল বারী গত আট মাস আগে সোনালী লাইফের পরিচালনা পরিষদকে ভেঙে দেন যার ফলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব পরিস্থিতির মধ্যে দীর্ঘমেয়াদি অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
আইডিআরএ সোনালী লাইফ এ এস এম ফেরদৌস নামে একজন প্রশাসক নিয়োগ দেয়, যিনি প্রায় চার মাসেরও বেশি সময় ধরে কর্মীদের বেতন ও অন্যান্য প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত রেখেছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে ২০ আগস্ট রাতে, যখন একদল সন্ত্রাসী, যারা জয়নুল বারীর আত্মীয় এবং তার ঘনিষ্ঠ মহলের লোক, সোনালী লাইফের হেড অফিসে হামলা চালায়।
এবং জয়নুল বারীর নিজের শ্যালিকার ছেলের নেতৃত্বে এই সন্ত্রাসীরা শান্তিপূর্ণভাবে অবস্থানরত প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীর উপর অতর্কিত আক্রমণ চালায় যাতে প্রায় ১০ জন গুরুতরভাবে আহত হন।
হামলার পর সন্ত্রাসীরা কর্মচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা ১৪ জনকে হাতেনাতে আটক করেন, যারা তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
জানা যায় সন্ত্রাসীরা পরের দিন সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার হুমকি দিয়েছে এবং কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করারও হুঁশিয়ারি দিয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.