প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৩:৫৯ এ.এম
স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য বে-সরকারি সংস্থা ইএসডিও পক্ষ থেকে সম্মাননা পেলেন সাংবাদিক মোবারক

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের মিনি স্টেডিয়ামে রবিবার (২২ জুন) স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য বে-সরকারি সংস্থা ইএসডিও সম্মাননা স্মারক প্রদান করেন।
ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের উপর বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সুভির সম্মাননা স্মারক পান যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রতিভাবান শিল্পী প্রভাষক প্রশান্ত বসাক, স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক মোবারক আলী,ক্রীড়া ক্ষেত্রে জয়নুল ইসলাম, সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ নুর আলম, হারুন অর রশিদ কে সম্মাননা স্মারক প্রদান করেন।
এছাড়াও মেরাথন সাইকেল র্যালী প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, বিশেষ অতিথি সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আমিরুল ইসলাম। সহকারী সমন্বয়কারী মাকসুদুর রহমান,স্বাস্থ্য কর্মকর্তা রজনী কান্ত, ইউনিয়ন প্রবীন সভাপতি দারকা নার্থ রায়, সম্পাদক ফিরোজ আলম।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.