‘দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, মানবিক উন্নয়ন, আমাদের মূল লক্ষ্য’ এ স্লোগান কে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তরুণ সংঘের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমিটি প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ২য় তলা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমলনগর উপজেলা তরুণ সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবুল, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সুলতানী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসাইন, অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম আনাস।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. ইউসুফ ও সঞ্চালন করেন মাওলানা রেদওয়ান হোসাইন।
কমিটি ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা তরুণ সংঘ সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আল-মাদানী।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমিটি দোয়া ও অনুষ্ঠানে আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা তরুণ সংঘ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. ইউসুফ, মেহেদী হাসান টুটুল, মরহুম আব্দুল কুদ্দুস চেয়ারম্যান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহেল রানা, তারুণ্য ব্লাড ব্যাংকের পরিচালক রাশেদুর ইসলাম, মাওলানা একরাম চৌধুরী, জেলার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত করেন মো. রেদোয়ান।