প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ২:৩৭ পি.এম
হরতালের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
হরতালের নামে বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাসী কার্যক্রম, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো জাফর আলী, জেলা আওয়ামীলীগ নেতা যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, পৌর মেয়র কাজিউল হক, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, হরতালের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত তাদের হিংস্র মনোবৃত্তির পূণ:প্রকাশ ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না।তারাই এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.