1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরবাম:
পাহাড়জুড়ে বৈসাবির রঙ – নববর্ষ বরণের উৎসবে মাতোয়ারা পার্বত্য চট্টগ্রাম চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, থানায় মামলা দায়ের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার বিউটিশিয়ান ক্রীম আপা, দেশে ১৪ রকম সাংবাদিক ও প্রকাশক—সম্পাদক থাকলেও সংবাদপত্র ছাপানো কঠিন! সড়কে বিভিন্ন যানবাহনে ও ফুটপাত থেকে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজি সিরাজগঞ্জে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলী আর নেই ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ৫৫ মিনিটে আসছে কি বুলেট ট্রেন?

হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি ( দিনাজপুর) প্রতিনিধি/
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) ১৩ হাজার ৭’শ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
রবিবার (১৬ মার্চ) সকাল এগারোটায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।
পরে সকাল সাড়ে এগারোটায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসাইন।
এসময় সেখানে তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ বকুল হোসেন, আকতার হোসেন বাবু, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি বেগম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সহ পরিষদের সকল সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।
সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা জোৎসানা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসাইন বলেন, বর্তমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। আমার বোয়ালদাড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৪৯০০ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলার আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান আলী বলেন, আমার ইউনিয়নে ৪ হাজার ৭’শ জন নিন্ম আয়ের পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরুল ইসলাম স্বপন বলেন, আমার ইউনিয়নে ৪ হাজার ১’শ জন গরীব অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়নে ১৩ হাজার ৭’শ নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ টি করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews