হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় আদিবসী নারী নিহত: চালক আটক


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন / ২৪৪
হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় আদিবসী নারী নিহত: চালক আটক

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি”
দিনাজপুরের হিলিতে মোটরসইকেলের ধাক্কায় জাওনী টপ্প্য (৫০) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে হিলি—বেড়াখাই পাকা সড়কের মাঠপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুপক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত জাওনি এক্যা উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) মহল্লার মৃত শমা লাকড়ার স্ত্রী এবং আটক মোটরসাইকেল চালক রুপক একই এলাকার চুড়িপট্টি মহল্লার রনি হোসেনের ছেলে ।
হাকিমপুর (হিলি) থানার ওসি আব ছাঁয়েম মিয়া জানান,নিহত জাওনী টপ্প্য মাঠে কৃষি কাজ করে দুপুরে খাবার জন্য বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তা পার হওয়ার সময় হিলি থেকে অজ্ঞাত স্থানে যাওয়া রুপক নামের এক মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।