গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি হাকিমপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা দুর্নীতি দমন কমিশন এর বাস্তবায়নে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,রংপুর বিভাগীয় কার্যালয়ের দুর্নীতি দমন কমিশন পরিচালক মো: তালেবুর রহমান।
এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশন এর উপ—পরিচালক আতাউর রহমান সরকার,হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মেদ আহসান হাবিব, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অনেকে।
মতবিনিময় সভা শেষে ১০০ জন শিক্ষার্থীকে খাতা, স্কেল, টিফিন বক্স, ৫ জনকে স্কুল ব্যাগ ও ৬ ষ্ঠ থেকে ১০ শ্রেনীর ১০ জনকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠিত হয়।