1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
শিরবাম:
ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩, নিহত ১ শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে : মাহবুবুর রহমান হায়দার পাইকগাছা মানবাধিকার উন্নয়ন কেন্দ্রে বিশ্বমানবাদিকার দিবস পালন ২নং গাজীপুর ইউনিয়নে অর্থনৈতিক শুমারির শুভ উদ্বোধন করেন নিযুক্ত চেয়ারম্যান মাহবুব আলম। বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ  বিতরণ কার্যক্রমের উদ্বোধন  উলিপুরে ছাত্রলীগ ও মৎস্যজীবীলীগের ৩ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লাঞ্চিত করার অভিযোগ বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল  সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের ফুড প্যাকেজ বিতরণ  আন্দোলনে নিহত ও আহত পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা

৫ আগস্টের পর থেকে আমাদের মনোবল ও সাহস বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী দল মতবিনিময় সভায় বলছেন বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা দিতে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঠপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম।
মতবিনিময় সভায় পূজা মন্ডপের কমিটির সদস্যরা নানা সমস্যার কথা তুলে ধরেন। তবে এসব সমস্যার সমাধান ও সার্বিক নিরাপত্তায় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের ইসলামির নেতাকর্মীরা।
এবার সীমান্তবর্তী এই উপজেলায় ২১টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। আর এসব মন্দিরের নিরাপত্তা দিতে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে হাকিমপুর ছাত্র শিবির, যুব বিভাগের তত্বাবধানে নিরাপত্তা টিম গঠন করা হয়।
এসময় সেখানে দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলহাজ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দরা বলেন,জামায়াতে ইসলামীর দল এটি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সংখ্যালুঘুরা অনেকটাই আতংকে আছে। গত ৫ আগষ্টের পরে রাত্রীকালিন মন্দিরসহ গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী। এমন অবস্থায় উনারা আমাদের পাশে আছে বলেও আমাদের মনোবল ও সাহস বাড়ছে।
প্রধান অতিথি দিনাজপুর জেলা দক্ষিণের সাংগঠনিক আমীর মোঃ আনোয়ারুল ইসলাম জানান,হিলি হাকিমপুর উপজেলা একটি শান্তি প্রিয় উপজেলা, এ উপজেলায় কোন দূস্কৃতির স্থান হবে না। কেউ যদি এই শান্তি প্রিয় উপজেলায় নৈরাজ্য সৃষ্টি করতে চাই আমরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন,বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও স¤প্রতির দেশ আর বাংলাদেশ জামায়াতে ইসলামীও চায় শান্তি। তাই হিন্দু স¤প্রদায়ের ভাইদের শারদীয় দূর্গা উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নিশ্চিন্তে উদযাপন করতে পারে সেই লক্ষ্য কেন্দ্রীয় দিক নির্দেশনায় এই টিম গঠন করা হয়েছে। আমাদের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার থানায় এই টিম গঠন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews