অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৭ জন

সারাদেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের ছবি নকল করে তাদের অনলাইন পেজে বিজ্ঞাপন দেয়। ক্রেতারা যোগাযোগ করলে অগ্রিম টাকা নিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ এবং কখনও পণ্য পরিবর্তন করে অন্য পণ্য সরবরাহ করে তারা। দীর্ঘদিন ধরে তারা অনলাইনে একাধিক পেজ খুলে এভাবে প্রতারণা করে আসছে। 

বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- হাসিবুল হাসান, সুজন মোল্লা, জারদিস হোসেন, নুর ইসলাম, মেহেদী হাসান, পারভেজ মোল্লা ও আবু তাহের। তাদের কাছ থেকে অনলাইনে প্রদর্শিত পণ্যের স্যাম্পল ও বিক্রির জন্য মজুদ রাখা নিম্নমানের পণ্য জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪-এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির জানান, প্রতারক চক্রটি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পণ্যসামগ্রীর ছবি ডাউনলোড করে। সেই ছবি কম্পিউটারের ফটোশপের মাধ্যমে কাজ করে নিজেদের ব্র্র্যান্ডের পণ্য হিসেবে অনলাইনে বিজ্ঞাপন দেয়। নামিদামি ব্র্যান্ডের পণ্যের প্রকৃত মূল্য থেকে প্রতারণা চক্রটি কম মূল্যে বিক্রির মূল্য তালিকাও দেয় অনলাইনে। এতে ক্রেতারা আকৃষ্ট হয়ে ওই পণ্য কিনে প্রতারিত হন। 

পণ্যের পরিবর্তে প্যাকেটের ভেতর নিম্নমানের পণ্য, কখনও গহনার পরিবর্তে আলু, পটোল, মোবাইল ফোনের পরিবর্তে সাবান বা অন্য কিছু দিয়ে গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেয়। প্যাকেট খোলার পরই ক্রেতা বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *