
ইতালীতে বাংলাদেশীর লাশ; পরিচয় পেতে সাহায্য কামনা
প্রবাসঃ ইতালির নাপলী প্রভিন্সীয়ার সারনো হাসপাতালে মিল্টন সর্দার নামে বাংলাদেশি একজন প্রবাসী বাংলাদেশী মারা গেছেন (ইন্নালিল্লাহি………………………………রাজিউন)। তবে তার নাম ছাড়া আর কেউ কিছু বলতে পারছেন না।
তার পরিচয় অথবা তার কোনো স্বজনের পরিচয় জেনে থাকিলে নিম্নোক্ত নাম্বার যোগাযোগ করতে অনুরোধ করেছেন ইতালীতে বসবাসরত প্রবাসী আহমদ জাবলু। একটি সুত্রে জানা গেছে যে মৃত মিল্টন সর্দারের পরিচয় পাওয়া যাচ্ছে না।
পরিচয় জেনে থাকলে যোগাযোগ করুন মোবাঃ334 1166 760 সূত্র আন্তর্জাতিক মানবাধিকার সাংংবাদিক সংংস্থা ৷
