পুলিশ কনস্টেবলের চাকরি করে হাজার শতক জমির মালিক: দুদকের অভিযোগপত্র

সারাদেশ

৩৩ বছর পুলিশ কনস্টেবলের চাকরি করে ৯ দশমিক ৮২ একর অর্থাৎ, ৯৮২ শতক জমির মালিক হয়েছেন বরিশালের আলাউদ্দিন ঢালী। ঢাকা শহরে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এজন্য ব্যয় দেখিয়েছেন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকা। কিন্তু এ সময়ে তার মোট বৈধ উপার্জনই ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। ৩৩ বছরে পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করেছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার কোনো হিসাব দিতে পারেননি। সম্প্রতি আদালতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

আলাউদ্দিন ঢালী বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার রাজারবাগ আউটার সার্কুলার রোডের বাসায় বাস করেন। ১৯৮০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়ে ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান তিনি।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, পুরো চাকরিজীবনে আলাউদ্দিন ঢালী বেতন-ভাতা বাবদ আয় করেছেন ১৫ লাখ ৩৯ হাজার টাকা এবং কৃষি, গৃহসম্পত্তি, ওয়ারিশ সূত্রে ও অন্যান্য বাবদ আয় করেন ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তার সর্বমোট বৈধ আয় ছিল প্রায় ৪৪ লাখ ১৫ হাজার টাকা। একই সময়ে আলাউদ্দিন ঢালী পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করেন ১৫ লাখ ৫৪ হাজার টাকা। তার হাতে অবশিষ্ট থাকে ২৮ লাখ ৬০ হাজার ৭৯৪ টাকা। দুদকের অনুসন্ধানে জানা গেছে, চাকরিরত অবস্থায় আলাউদ্দিন ঢালী ৫৩ লাখ ১৩ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন। সম্পত্তি অর্জন বাবদ ব্যয় করা অতিরিক্ত ২৫ লাখ ৩৩ হাজার টাকার আয়ের কোনো উৎস দেখাতে পারেননি আলাউদ্দিন ঢালী।

দূদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকা অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৬ জুন কনস্টেবল আলাউদ্দিন ঢালীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন দূদকের উপসহকারী পরিচালক আল আমিন। সম্প্রতি তিনিই ওই অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *