
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপি। রোববার (২৬ মে) বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ একটি প্রতিনিধি দল।
তাইফুল ইসলাম টিপু বলেন, আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি। আমরা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সভাপতি মন্ডলির সদস্যদের দাওয়াত কার্ড দিয়ে এসেছি।
তাইফুল ইসলাম টিপু বলেন, আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি। আমরা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সভাপতি মন্ডলির সদস্যদের দাওয়াত কার্ড দিয়ে এসেছি।

রাজনীতিবিদদের জন্য ইফতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির কয়েকজন নেতা অতিথিদের জন্য যথারীতি দামি খাবারের আয়োজন করার প্রস্তাব দেন। তবে দলের নেতাদের জন্য কারাবিধি অনুযায়ী ৩০ টাকার ইফতার আয়োজনের প্রস্তাব ছিল তাদের।
