
ভারতে দ্বিতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী ৩০ মে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসতে পারেন। মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক স্বার্থে একসঙ্গে কাজ শুরু করতে চান। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা টেলিফোনে অভিনন্দন জানান।
গত বছর বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা মেয়াদে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছিলেন। এবারও তারা টেলিফোনে দ্বিপাক্ষিক স্বার্থে দ্রুত কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ ও ভুটানে মোদী সফর করবেন বলে জানান ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র এডিটর শুভজিত রায়।
