
জান্নাতুল ফেরদৌসী: সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ ৷

নবনির্বাচিত মেয়রকে শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪৪জন কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গত ৫ মের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।