
খেলা শুরু হতেই বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি শুরু
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে খেলা শুরু হওয়ার সাথে সাথেই বৃষ্টি বাগড়া দেয়। তবে মাঠ থেকে উঠে যাওয়ার আগে মুস্তাফিজুর রহমানের ২টি বল থেকে ৪ রান সংগ্রহ করতে সক্ষম হন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
তবে, বৃষ্টি হলেও আশার খবর দিচ্ছে আবহাওয়া অফিস।
সংস্থার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১১টার পর বৃষ্টি থাকবে না। তাই পরে হলেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে।
এর আগে, গত ২৬ মে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম। তারপরও যদি পরিত্যক্ত হয় তাহলে প্রস্তুতি ম্যাচ ছাড়া বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ।