
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ওয়ারেস মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারেস টাঙ্গাইলের মির্জাপুর থানার সলিমনগর এলাকার মৃত. আব্দুল হালিমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এ ঘটনায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সবিতা শাহা বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় এক যাত্রী নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওয়ারেস। এক পর্যায়ে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেস মারা যান। আহত আজিজকে কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার বাংলানিউজকে জানান, এ বিষয়ে বিস্তারিত তিনি জানেন না। তবে এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হবে।