
চলছে পবিত্র রমজান মাস। এ মাসেই শুরু হয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই জায়ান্ট দল- ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বিশ্বকাপের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই বলে রোজা ত্যাগ করছেন না দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। মাঠে নামছেন রোজা রেখেই।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। একাদশে রয়েছেন আমলা। রোজা রেখেই খেলতে নেমেছেন।এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও রোজা রেখে খেলেছিলেন আমলা। তার ব্যাট থেকেও এসেছিল ৬৫ রানের দারুণ এক ইনিংস।

ধর্মকর্ম পালনে সুমান রয়েছে আমলার। ক্যারিয়ারের শুরু থেকেই সুশৃঙ্খল জীবন যাপন করে যাচ্ছেন তিনি। তাতে বোর্ড ও সতীর্থদেরও সমর্থন পান দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার এই ব্যাটসম্যান।
রোজা রাখার কারণে ইংলিশ কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানালেন আমলা। বরং ব্যাপারটাকে সহজভাবে দেখছেন তিনি, “কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাকে রোজা রাখাটা সাহায্য করছে। কোন সমস্যাই হচ্ছে না আমার। দেখুন, রমজান মাসের অপেক্ষায় থাকি আমি। আমার দৃষ্টিতে এটি বছরের সেরা মাস। আর রোজা রাখাটা ভালো একটা মানসিক ব্যায়াম। এটি একই সঙ্গে আত্মার শান্তি এনে দেয়।”
অবশ্য এভাবে রোজা রেখে মাঠে নামাটা হাশিম আমলার জন্য নতুন নয়। ২০১২ সালে রমজান মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার। তখন দিনভর ব্যাট করে ওভাল টেস্টে করেন ৩১১ রান। যা কি-না দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস!
এদিকে হাশিম আমলার জন্য রয়েছে একটি সুসংবাদ। এই ম্যাচেই এক অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে এই প্রোটিয়া ব্যাটসম্যানের সামনে। স্বাগতিকদের বিপক্ষে আজ ৯০ রান করতে পারলেই ব্যক্তিগত দ্রুততম আট হাজার রানের রেকর্ড গড়বেন এই তারকা ব্যাটসম্যান।
বর্তমানে দ্রুততম আট হাজার রানের রেকর্ডটি ভারতের অধিনায়ক ভিরাট কোহলির দখলে। মাত্র ১৭৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন এই তারকা ব্যাটসম্যান। কোহলির এই রেকর্ড ভাঙ্গতে আমলার দরকার ৪ ইনিংস ও ৯০ রান। বর্তমানে যেই ফর্মে আছেন তাতে এই রেকর্ড ভাঙতে হয়ত ৪ ইনিংস নাও লাগতে পারে এই ডানহাতি ব্যাটসম্যানের।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দুই, তিন, চার, পাঁচ, ছয় ও সাত হাজার রানের রেকর্ডটি আমলার দখলে। এছাড়া আজকের ম্যাচে আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন প্রোটিয়া ব্যাটসম্যান। মাত্র ৩৭ রান করলেই দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১০৫৪ রান করেছেন কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। ৩৮ ম্যাচে ৩১.৯৪ গড়ে এই রান করেছেন এ সাবেক অলরাউন্ডার। এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২১ ম্যাচে ৫৩.৫০ গড়ে ৯৬৩ রান করেছেন আমলা। তাই আজ তার সামনে সুযোগ আছে ক্যালিসকেও ছাড়িয়ে যাওয়ার।
