কোরআনে হাফেজ ১০৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার!

ক্রাইম রিপোর্ট সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ কোরআনে হাফেজ এক মাদক কারবারি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) ভোরে ৪টায় শহরের বাজার এলাকায় অবস্থিত “হোটেল মিস্টার ডন” নামের একটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। শনিবার থানা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে ওই হোটেলের ২০১ নম্বর কক্ষ থেকে ১০৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত ২ মাদক কারবারি হলো- হাফেজ আরিফ আল মামুন (২৩) এবং শোভন ইসলাম (১৯)। তারা একটি ট্রলি ব্যাগের মধ্যে এই মাদক লুকিয়ে রেখেছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ২ ব্যক্তি দিনাজপুর এলাকা থেকে এই ফেনসিডিল সংগ্রহ করে। পরে তারা সীমান্ত এক্সপ্রেসে করে ঈশ্বরদীতে পৌঁছায় এবং সেগুলো বিক্রি করার জন্য হোটেলে অবস্থান নেয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *