দিনাজপুরের হাকিমপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক চোরাকারবারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তের নন্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক জানান, ভারত থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের নন্দিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি।
এ সময় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করলে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ২ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক জানান, আটককৃত দেলোয়ার হোসেনের দেয়া তথ্যে তাকে নিয়ে হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় মাদক পাচারকারীরা বিজিবি টহল দলের ওপর গুলিবর্ষণ করে।

বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালালেও প্রতিপক্ষের গুলিতে মো. দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয় এবং ৩ জন বিজিবি সদস্য আহত হন। গুলিবিদ্ধ দেলোয়ার হোসেনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত বিজিবি সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি টহলদল ৫০০ বোতল ফেন্সিডিল ও ৩টি দেশীয় চাপাতি উদ্ধার করে।
আরএমপির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে (আরএমপি) এতিম ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পুলিশ লাইন্স মাঠে উপহারসামগ্রী বিতরণ করেন আরএমপি কমিশনার হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন- উপ পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমীর জাফর, উপ পুলিশ কমিশনার (মতিহার) সাজিদ হোসেন, উপ পুলিশ কমিশনার (শাহমখদুম) মো. হেমায়েত, উপ পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জায়নাল আবেদীন, উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) আবু আহম্মেদ আল মামুনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকতারা।