
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১১জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী, ভার্জিনিয়া বিচ সিটির একজন কর্মী কোনরকম বাছবিচার না করেই সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছে।
হামলাকারী ব্যক্তিও স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করতেন।
পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও মারা যায়। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আহত ছয়জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
