সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। এসব পরিবারের মুসল্লিরা সকালে ঈদের নামাজ আদায় করেছেন।
সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় দুইশ’ মুসল্লি অংশ নেন। এখানে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। তিনি ঢাকার যাত্রাবাড়ী মাদরাসাতুল হাসিদের শিক্ষার্থী। এই জামায়াতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন।
এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া বাজার এবং পার্বতীপুর উপজেলায় সকালে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
