ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠতে দিচ্ছি না: গাজীপুর এসপি

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রার উড়াল সেতু চালু হওয়ার ফলে যানজটে আটকে থাকা মহাসড়কটি যানজট মুক্ত থাকবে। ফিটনেসবিহীন গাড়ি আমরা রাস্তায় নামতে দিচ্ছি না।

রবিবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসপি শামসুন্নাহার এসব কথা বলেন।

গাজীপুরের পুলিশ সুপার বলেন, আমরা ফুটপাত মুক্ত রেখেছি, অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছি। যাতে ঈদের পরেও সাত দিন পর্যন্ত মানুষ যার যার গন্তব্যে স্থানে যাতায়াত করতে পারে। গত বছরের চেয়ে এ বছর যাতায়াত স্বস্তিদায়ক হবে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছি। ১৭টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, যাতে তিন চাকার গাড়ি মহাসড়কে না আসতে পারে। ফিটনেসবিহীন গাড়িগুলো, লাইসেন্সবিহীন চালকরা মহাসড়কে যাতে গাড়ি নিয়ে আসতে না পারে আমরা সে লক্ষে কাজ করছি।

এ মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তরবঙ্গের ১১৮টি রুটের হাজার হাজার যানবাহন চলাচল করে। যানজটে আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হতফিটনেস বিহীন। দুটি উড়াল সড়ক উদ্বোধনের পর থেকে যানচলাচলের চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *