দুর্দান্ত শুরুর পরও ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দেওয়ায় ২৪৪ রানেই আটকে গেল বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট ২৪৫ রান।
সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। মোহাম্মদ সাইফউদ্দিন ২৩ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস।
এছাড়া মোহাম্মদ মিথুন ২৬, মাহমুদুল্লাহ ২০, মুশফিকুর রহিম ১৯, মোসাদ্দেক ১১ এবং মিরাজ করেছেন ৮ রান।
৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, ফার্গুসন ও গ্রান্ডহোম।
ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে সেট হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানরা।
