যোগীর রাজ্যে ১ দিনে ৬টি এনকাউন্টার, মানবিক অধিকার লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক সারাদেশ

টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টা! তার মধ্যে ৬ টি এনকাউন্টার। উত্তর প্রদেশে বিজেপি প্রচুর আসন পাওয়ার পর সবচেয়ে বড় অভিযান চালালেন যোগী।

এনকাউন্টারে খতম করা হল প্রতাপগড়ের তৌকির হাফিজকে। তৌকিরকে এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে দাবি করেছে পুলিশ। যদিও নাগরিক সংগঠনের দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর ট্রিগার হ্যাপি হয়ে উঠেছে পুলিশ। যেভাবে ঢালাও এনকাউন্টার করা হচ্ছে, তাতে নাগরিক অধিকার লঙ্ঘন হচ্ছে। অভিযোগ, এই ধরণের এনকাউন্টারে টার্গেট করা হচ্ছে মুসলিমদের। পুলিশ জানিয়েছে, তৌকিরের মাথার দাম রাখা হয়েছিল ১ লাখ টাকা।

এক বছর ধরে সে নাকি পুলিশের চোখে ধুলে দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার তাকে গুলি করে খতম করে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে খতম হয় তৌকির। এরপর কানপর, বরাবাঁকি, আজমগড়ে আরও ৫টি এনকাউন্টার চালায় পুলিশ। একদিনে ৬টি এনকাউন্টার চলতি বছরে সর্বাধিক।

পুলিশের দাবি তৌকিরের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। তোলাবাজি করে সে এলেকার ব্যবাসীদের কাছে ত্রাস হয়ে উঠেছিল। এভাবে নির্বিচারে এনকাউন্টারের বিরুদ্ধে সরব মানবিক সংগঠনগুলি। তাদের মতে, এতে মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *