১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বায়ু’

বিশেষ সংবাদ সারাদেশ

 


 
ওমর ফারুক / ঢাকা

ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত সামলে উঠার আগেই এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’। এই ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়বে বলে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ঘণ্টার এর গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার। তা বেড়ে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে গুজরাতে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলবাসীর মধ্যে। দক্ষিণ গুজরাটে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। 

ঘূর্ণিঝড় ‘বায়ু’ ক্রমশ শক্তিশালী হবে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়াবিদেরা। সেখানকার মৎস্যজীবীদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। 

গত মঙ্গলবার বিকেল থেকে ‘বায়ু’ পূর্ব-মধ্য ভারতের দিকে ধেয়ে আসতে শুরু করে। এর প্রভাবে গত দুদিন ধরেই আরব সাগরসংলগ্ন এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। 

এদিকে ‘বায়ু’র প্রভাব মোকাবিলায় রাজ্য প্রশাসন সেনা, নৌ ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শুরুর দিকে ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে বাংলাদেশে ৩৫ জেলায় প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৩ হাজার ৬৩১ জন কৃষক। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ছিল প্রায় ৩৮ কোটি ৫৪ লাখ ২ হাজার ৫০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *