সকালের বাংলা : তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। চলতি মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শহরের। শুক্রবার দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই ভ্যাপসা গরমের হাত থেকে জেলার পাশাপাশি রক্ষা পাবে না শহরবাসীও।
প্রখর রোডের পাশাপাশি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে কলকাতা ও তার আশেপাশের এলাকায় অস্বস্তিকর গরম পড়েছে। শুক্রবার দুপুরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি ছিল। স্বভাবতই হাঁসফাঁস অবস্থা সকলের।
আলিপুর হওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভবনার কথাও শোনায় নি অফিস। আগামী দুই দিন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পড়ে বলে আশঙ্কা করা হয়েছে।
