কালিয়াকৈরে এসিড কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

গ্রাম বাংলা সারাদেশ

গাজীপুর সকালের বাংলা জসিম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফকিরচালা এলাকায় পরিবেশদূষণকারী অবৈধ এসিড কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ রেখে ওই কারখানার সামনে এলাকাবাসী ও স্থানীয় স্কুল শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদারের প্রত্যাহারও দাবি করা হয়।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফকিরচালা এলাকায় ২০০৮ সাল থেকে অবৈধভাবে গুডউইল বেসিক কেমিক্যাল নামে একটি এসিড কারখানায় সালফিউরিক এসিড তৈরি করে আসছে। বিষাক্ত এসিডে আশপাশের ছয়-সাতটি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অসুস্থ হয়ে পড়ছে।

এসব সমস্যা থেকে বাঁচতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো ফল পায়নি। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার হয়নি। অবৈধ ওই এসিড কারখানা বন্ধের দাবিতে গতকাল দুপুরে এলাকাবাসী ও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মৌচাক-ফুলবাড়িয়া সড়ক অবরোধ রেখে কারখানার সামনে মানববন্ধন করে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *