বিচারাধীন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির কারাগারে মৃত্যু l

আন্তর্জাতিক সারাদেশ

মিশরে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বিচারাধীন থাকা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসিকে আদালতে হাজির করার সময় তার ‘আকস্মিক মৃত্যু’ হয়েছে। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সোমবার (১৭ জুন) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর দেওয়া হয়। মিশরের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এ খবর দিয়েছে।

আরব বসন্তের সময় মিশরে হোসনি মোবারকের পতন হলে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন মুরসি। কিন্তু তার বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ এনে বিরোধীদের বিক্ষোভ শুরু হলে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।

ক্ষমতাচ্যুত করার পর মুরসিকে কারাবন্দি করা হয়। এরপর রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় তাকে। ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বিচারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *