সকালের বাংলা : গত ১৬ তারিখ রবিবার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সন্ধ্যা ৭ টায় প্রিপেইড মিটার বন্ধের দাবীতে আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

তারই সূত্রে আজ সকাল ১১ টায় সাংবাদিক জামাল উদ্দিনের সভাপতিত্বে শ্রীপুর উপজেলার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রি-পেইড মিটার না লাগানো এবং যাদের বাসা-বাড়িতে লাগানো হয়েছে সেগুলো খুলে পূর্বের এনালগ মিটার লাগানোর দাবীতে এ মানববন্ধন করেন পল্লী বিদ্যুতের ভোক্তভোগী জন সাধারন ও সকল ব্যবসায়ী ৷

সাংবাদিক জামাল উদ্দিনের গত রবিবারের মানববন্ধনে আহ্বানে সকল দল নির্বিশেষে নানা শ্রেণী পেশার অসংখ্য ভোক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তভোগীরা ১ মাসের মধ্যে পূর্বের এনালগ মিটার প্রতিস্থাপনের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের উপ:মহাব্যবস্থাপক কামাল পাশা জানান, সরকারের সিদ্ধান্তেই এনালগ মিটার খুলে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। এখানে অন্য কিছু ভাবার সুযোগ নেই।
