সকালের বাংলা: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ৮নং ওয়ার্ড কপাটিয়া পাড়া এলাকায় স্থানীয় একটি জলাধার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানতে ও হত্যার ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করছে পুলিশ।
পুলিশ জানিয়েছ, কপাটিয়া পাড়া এলাকার স্থানীয় সবদুল মিয়ার বাড়ির পাশে একটি ছোট আকারের জলাধার রয়েছে। এর পাশেই রয়েছে বাঁশঝাড়। সবদুল মিয়া সকালে ঘুম থেকে উঠে গবাদি পশুকে খাবার দেওয়ার সময় পুকুরের পানিতে ভেসে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি জানান, লাশের গলাকাটা ছিল। তার পরনে ছিল সালোয়ার কামিজ। জলাধারের পাশে বাঁশঝাড়ের নিচে এই নারীকে জবাই করার চিহ্ন পাওয়া যায়।
বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় জবাইয়ের পর টেনে-হিচড়ে ওই নারীকে হত্যাকারীরা জলাধারে ফেলে যায় বলেও ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
