●কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় গতকাল দুপুরে নবনির্মিত মোথাজুরী ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

এ সময় অফিসটি উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
ভূমি অফিস উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিমসহ ওই ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনগণ।


ভূমি অফিস উদ্বোধন শেষে তারা তিনটি আম গাছ রোপন করেন। গত ২০১৮ সালের ৮ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি ব্যস্তবায়ন করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।