জোর করে জয় শ্রীরাম বলানো ও মারধরের প্রতিবাদে সরব ভাষা ও চেতনা সমিতি সহ ৮টি সংগঠন

আন্তর্জাতিক সারাদেশ

সকালের বাংলা, আন্তর্জাতিক:  ক্যানিং লোকালে অধর্মীয় কাজ তথা জোর করে জয় শ্রীরাম বলানো ও মারধরের ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার শিয়ালদহ জিআরপিতে স্মারকলিপি দিল ভাষা ও চেতনা সমিতি সহ ৮ টি সংগঠন।

এদিন বিকেলে শিয়ালদহ স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের সামনে জমায়েত হন তারা। তাদের আরও দাবি, লোকাল এবং দ্রুত গতির সব ট্রেনে পুলিশ অফিসারের ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি টোল ফ্রি নম্বর চালু করতে হবে।

ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক জানিয়েছেন, এদিন আমাদের স্মারকলিপির জবাবে শিয়ালদহ জিআরপি জানিয়েছে,  ক্যানিং লোকালে অপধর্মীয় কাজ ও নিগ্রহের ঘটনায় এপর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।

সূত্র:tnb.c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *