কালিয়াকৈরে কারখানা গেটে ঝুট ব্যবসায়ীর উপরহামলা আহত

গ্রাম বাংলা সারাদেশ

৭কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিগাজীপুরের:

কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরতকীতলা এলাকায় বৃহস্পতিবারদুপুরে পোষাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওই কারখানার ব্যবসায়ীর উপরহামলার ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে এ হামলায় কালিয়াকৈর পৌরশ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান খান হারিজসহ তার সাথে থাকা অন্তত ৭জন আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েপরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করেকালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।জানাযায়,পৌরসভার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নূরগ্রুপের একটি তৈরি পোষাক কারকানায় কালিয়াকৈর পৌর শ্রমিকলীগেরসভাপতি হারিজ উজ্জামান খান হারিজ দীর্ঘদিন যাবত ঝুট ব্যবসা করে আসছেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজউজ্জামানসহ তার লোকজন কারখানার গেটে অবস্থান করছিল, বেলা ৩টার সময় হটাৎকরে কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহাবায়ক বেলায়েত হোসেনচৌধূরী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা তসলিমের নেতৃত্বে ২০/২৫ জনের একদলসন্ত্রাসী বাহিনী দা,লাঠি,লোহার রড,চাপাতি,স্টীলের পাইপ নিয়ে কারখানায়গেটে অবস্থানরত হারিজের লোকজনের উপর হামলা করে।

অতর্কিতে বেলায়েতহোসেন চৌধূরী ও তসলিমের নেতৃত্বে ২০/২৫ জনের গ্রæপটি ওই কারখানারঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়েধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার ঘটনায় কালিয়াকৈর পৌরশ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামানসহ তার সাথে অবস্থানরত কম পক্ষে ৭ জনআহত হয়।

কারখানা গেটে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পৌর আওয়ামীলীগেরযুগ্ম আহাবায়ক মজিবর রহমান ইয়াছিন ঘটনা স্থলে উপস্থিত হন। হামলার ঘটনায়বেলায়েত হোসেন চৌধূরীকে ১নং আসামী করে সাত জনের নাম উল্লেখ করেঅপ্সাত ২০/২৫ নামে থানায় হারিজউজ্জামান এশটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈরে উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাধারন সম্পাদকনির্বাচিত হওয়ার পর থেকে ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দীর্ঘদিন যাবতপরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।

হঠাৎ করে গতকাল নূর গ্রুপের নূরুল পোষাককারখানায় পৌর আওয়ামীলীগের আহবায়কের উপস্থিতিতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রননিতে গেলে ঝুট ব্যবসায়ীদের অঙ্গন অনেটাই উত্তপ্ত হয়ে উঠে। নাম প্রকাশ নাকরার শর্তে এক ত্যাগি আওয়ামীলীগ নেতা জানান,আমরা দীর্ঘদিন যাবতআওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত কিন্তু কোন ঝুট ব্যবসার সাথে আমারসম্পৃক্ততা নাই, কিন্তু আওয়ামীলীগে যোগ দেয়া কিছু হাইব্রিট নেতা বড় বড় পদবাগিয়ে নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বার বার এ সব হাইব্রিটআওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে সতর্ক করলেও কালিয়াকৈরে হাইব্রিটআওয়ামীলীগ নেতাদের দাপট বেড়েই চলেছে।


ওই কারখানার ঝুট ব্যবসায়ী ও পৌর শ্রমিকলীগ নেতা হারিজউজ্জামানজানান,আমি ওই কারখানার প্রতিষ্ঠালগ্ন

ওই কারখানার ঝুট ব্যবসায়ী ও পৌর শ্রমিকলীগ নেতা হারিজউজ্জামানজানান,আমি ওই কারখানার প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসা করে আসছি।

বিষয়টিআমার দলীয় সিনিয়র নেতারা সকলেই বিষয়টি অবগত আছেন,ওই দিন আমিকারখানা গেটে অবস্থান করছিলাম হটাৎ করে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়কবেলায়েত হোসেন চেধূরী ও তসলিমের নেতৃত্বে আমার লোকজনের উপড় হামলাকরে।বেলায়েত হোসেন চৌধূরী জানান,আমি নূরুল পোষাক কারখানারম্যানেজমেন্টের সাথে কারখানার দু-তলায় অবস্থান করছিলাম গেটে কি ঘটনাঘটেছে আমি জানিনা।

তারিখ-২৮-০৬-২০১৯ওই কারখানার ঝুট ব্যবসায়ী ও পৌর শ্রমিকলীগ নেতা হারিজউজ্জামানজানান,আমি ওই কারখানার প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসা করে আসছি। বিষয়টিআমার দলীয় সিনিয়র নেতারা সকলেই বিষয়টি অবগত আছেন,ওই দিন আমিকারখানা গেটে অবস্থান করছিলাম হটাৎ করে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়কবেলায়েত হোসেন চেধূরী ও তসলিমের নেতৃত্বে আমার লোকজনের উপড় হামলাকরে।

বেলায়েত হোসেন চৌধূরী জানান,আমি নূরুল পোষাক কারখানারম্যানেজমেন্টের সাথে কারখানার দু-তলায় অবস্থান করছিলাম গেটে কি ঘটনাঘটেছে আমি জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *