রিফাত হত্যার কেউ ছাড় পাবেনা- রংপুরে আইজি:

রংপুর সারাদেশ

সকালের বাংলা: বরগুনায় নৃশংস রিফাত হত্যাকান্ডে এফআইআর এর বাইরেও অনেকে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রোববার (৩০ জুন) রংপুরে নবনির্মিত পুলিশ সুপার এর কার্যালয় উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রিফাত হত্যার কেউ রেহাই পাবেনা। তাদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সকল সীমান্ত ও ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে যাতে পালাতে না পারে। আমরা এ পর্যন্ত এ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছি।

তিনি আরও বলেন, রংপুর মেট্টোপলিটন পুলিশে আরও অনেক বেশি সরঞ্জামাদি প্রয়োজন। আমরা চেস্টা করছি যাতে রংপুর পুলিশ প্রশাসন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল -এ) সাইফুর রহমান সাইফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *