রফিকুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবা অছিম উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্বার করেছে শ্রীপুর থানার পুলিশ ৷

বুধবার বিকেলে পৌর ৯নং ওয়ার্ডের বহেরার চালা মাউড়া চালা এলাকায় এ ঘটনা ঘটে ৷নিহত অছিম উদ্দীন মৃত কোরবান আলীর ছেলে ৷ স্থানীয়রা জানায় এলাকার কতিপয় দুষ্কৃতি কারী ভারসাম্যহীন অছিম উদ্দীনকে পুকুরের পানিতে ডুবানোর সময় এক শিশু দেখে ফেলায় দুষ্কৃতি কারীরা ভয়ে পালিয়ে যায় ৷

ঘটনাকে দামা চাপা দিতে অছিম উদ্দীনের স্ত্রী জাহানারার কাছে গিয়ে মালেক বলে তোমার স্বামী পুকুরে ডুবাচ্ছে ৷ তার স্ত্রী এ কথা শুনার পর দৌড়ে আসে পুকুর পাড়ে ৷ পরিবারের লোকজন পুকুরে অনেক খুজাখোজি করে নাপেয়ে পুলিশে খবর দেয় ৷

পুলিশ আসার পর ফায়ার সার্ভিস ডুবুরী দল এনে পুকুর থেকে লাশ উদ্ধার করে ৷পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে ৷
শ্রীপুর থানার এস . আই আশরাফুল্লাহ জানান , হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে বহেরারচালা গ্রামের নবাব আলীর ছেলে আফতাব(৪২) এবং মোতালেবের ছেলে আবদুল মালেক সন্দেহ জনকভাবে আটক করা হয় ৷ তাদের কে জিঙ্গাসা বাদ চলছে ৷লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷
