হাইওয় পুলিশ জানায় গতরাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় একটি টমটম গাড়ি আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠা মাত্রই পিছন দিক থেকে অজ্ঞাত গাড়িটি ধাক্কা দেয় ।
এতে ঘটনাস্থলেই টমটমের এক আরোহী নিহত হয় আহত হয় আরো তিনজন পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। আহত হলো সেলিম ও হাবিব
অজ্ঞতা গাড়িটি টমটম কে চাপা দিয়ে পালিয়ে যায় ৷
পরের পাওয়া খবর,গাজীপুরের শ্রীপুর ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে ২ ৷

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর এলাকার ছোট নান্দিনা গ্রামের মোহাম্মদ সেলিম (৩৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের হাবিবুর রহমান (২৫)। তাঁরা দুজনই কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আজ ভোররাতের দিকে একটি ভ্যানে কাঁচামাল বোঝাই করে আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠেছিলেন তিনজন। এ সময় ঢাকাগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
